যশোরের মণিরামপুরে দিনে-দুপুরে নাটকীয়ভাবে ছিনতাইয়ের শিকার হয়েছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। মঙ্গলবার (১৭ জুন) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার কুয়াদা জামতলা এলাকায় মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত অস্ত্রের মুখে ৫৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।
নগদের যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম জানান, তিনি ও একাউন্ট অফিসার কাজী মোমিনুর ইসলাম একটি প্রাইভেটকারে ওই টাকা নিয়ে মণিরামপুর অফিসে যাচ্ছিলেন। কুয়াদা জামতলা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাদের গাড়ির গতিরোধ করে। চালক গাড়ি পাশের খাদে নামিয়ে ফেলার পরও দুর্বৃত্তরা জানালার কাঁচ ভেঙে, অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
ঘটনার পর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। দ্রুতই মণিরামপুর থানার ওসি ঘটনাস্থলে পৌঁছান।
এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে যান। নগদ এর কর্মীদের কথা অসংলগ্ন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব না।
আরটিভি/এসকে