ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

গলায় অস্ত্র ঠেকিয়ে শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৪:০৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলা চাঁদপুর গ্রামে‌ ৯ বছর বয়সি এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক শাকিল আহমেদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার সকালে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা গ্রামের মাঠে কাজ করছিলেন। সকাল ১০টার দিকে বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে যায় শিশুটি। ‌ পথিমধ্যে চাঁদপুর গ্রামের শাকিল ধারালো অস্ত্র ঠেকায় শিশুটির গলায়। ‌শাকিলের হাত থেকে ছাড়া পেয়ে শিশুটি তার বাবাকে গিয়ে জানায় বিষয়টি। একপর্যায়ে খবর ছড়িয়ে পড়লে ‌বিকেলে স্থানীয়রা শাকিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। ‌একই সঙ্গে শিশুটিকে ভর্তি করানো হয় হাসপাতালে। ‌

বিজ্ঞাপন

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে একই সঙ্গে শিশুটির চিকিৎসা এবং ডাক্তারি পরীক্ষা করানোর প্রক্রিয়া চলছে। ‌

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |