ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সুন্দরবনে হরিণ শিকারের ৬০০ ফাঁদ উদ্ধার

আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৬:০৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সুন্দরবনের পূর্ব বিভাগের কোকিলমনি টহল ফাঁড়ি ও টিয়ারচর এলাকা থেকে হরিণ শিকারের ৬ শতাধিক ফাঁদ ও কাঁকড়া ধরার ১৬টি নিষিদ্ধ চারো (বাঁশের খাঁচা) জব্দ করেছে বন বিভাগ।

বিজ্ঞাপন

সোমবার (১৬ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আরও পড়ুন

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী গণমাধ্যমকে জানান, ফুট প্যাট্রলের আওতায় রেঞ্জ কর্মকর্তা ও বনকর্মীরা কোকিলমনি টহল ফাঁড়ির টিয়ারচর এলাকায় গোপন অভিযানে যান। এ সময় বনের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ফাঁদ ও চারো উদ্ধার করা হয়। শিকারিরা আগেই পালিয়ে যায় এবং নিজেদের রক্ষা করতে ফাঁদগুলো মাটির নিচে পুঁতে রাখে। জব্দ করা সরঞ্জাম বর্তমানে কোকিলমনি টহল ফাঁড়িতে হেফাজতে রয়েছে।

বন কর্মকর্তা আরও বলেন, যেকোনো ধরনের বন অপরাধ দমনে বন বিভাগের কর্মকর্তারা নিয়মিত নিরলসভাবে কাজ করছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |