ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

নাগেশ্বরীতে ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৮:০৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) কচাকাটা থানায় অভিযোগ করেন ওই কিশোরী। একই দিন অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। অভিযোগ ওঠার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত পিতা। উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কুমেদপুর কান্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।

বিজ্ঞাপন

১৬ বছরের ওই কিশোরী অভিযোগ করেন, প্রায় এক বছর ধরে বিভিন্ন সময় তার পিতা আবুল কাশেম তাকে ধর্ষণ করে আসছেন। প্রায় ১০ মাস আগে কিশোরীর বিয়ে হয়। এরপরও বিভিন্ন কথা বলে স্বামীর বাড়ি থেকে তাকে এনে নির্যাতন করতেন তার পিতা। সবশেষ গত ২ জুন তাকে স্বামীর বাড়ি থেকে নিয়ে আসেন তারা পিতা। ১২ জুন রাতে মায়ের অবর্তমানে তাকে ধর্ষণ করলে তার মাকে বিষয়টি জানালে মায়ের সঙ্গে তার বাবার তর্ক হয়। পরে মা-মেয়েকে মারধর করেন তার বাবা। ওইদিন বিষয়টি চাউর হয়। পরে মঙ্গলবার দুপুরে কচাকাটা থানায় লিখিত অভিযোগ করেন কিশোরী। 

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে গ্রাম ছেড়ে পালিয়ে যান আবুল কাসেম। মঙ্গলবার দুপুরে কান্তার মোড়ে অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেন। 

কিশোরীর বড় ভাই সাজাহান আলী বলেন, গত ১১ তারিখ শুনি বাড়িতে আমার বোন ও আব্বা-আম্মার মারামারি হইছে। পরে এক মুরুব্বিসহ বাড়িতে গিয়ে শুনলাম। বললাম আমার হালখাতা আছে কেউ ক্যাচাল করেন না। পরের দিন আবার মারামারি হইছে। ওইদিন শুনলাম মেয়েটা বাবার বিরুদ্ধে এই অভিযোগ করেছে। আমি তো সবটা জানিনা। আব্বা-আম্মা পলাতক আছে।

বিজ্ঞাপন

কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান বলেন, এ ঘটনায় আমার কাছে কেউ আসেনি। লোকমুখে ঘটনাটি শুনেছি। শুনলাম মামলা হয়েছে। 

বিজ্ঞাপন

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, কিশোরীর অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিম পুলিশ হেফাজতে রয়েছে। বুধবার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে।

আরটিভি/এএএ   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |