ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

শেখ হাসিনার ধোঁকায় পড়ে নির্বাচনে গিয়েছিলাম: মুফতি রেজাউল করিম 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৯:৫২ পিএম


loading/img
ছবি: আরটিভি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার ধোঁকায় পড়ে নির্বাচন গিয়েছিলাম। ফ্যাসিস্ট সাড়ে পনেরো বছর পর্যন্ত দেশ পরিচালনা করেছে। দিনের ভোট রাতে বাক্সে ভরেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়াম মিলনায়তনে ইসলামি আন্দোলন ময়মনসিংহ মহানগর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, নির্বাচনের আগে শেখ মুজিবরের কন্যা এমন ভাবে বিশ্বাস রাখতে বললেন আমরা সুষ্ঠু নির্বাচন দেব। আমরা তার ধোঁকায় পড়ে নির্বাচনে গিয়েছিলাম। সেই নির্বাচন আরও সুন্দর হয়েছে দিনের ভোট রাতে হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিদেশে বসে আগের কথা পরে পরিবর্তন করতে পারেন না। আপনি দেশে এসে জাতির সামনে ব্যাখ্যা দিবেন। 

কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা যদি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে খুনি, টাকা পাচারকারীরা বাংলাদেশের মসনদে বসতে পারবে না। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর আসনে অধ্যাপক ডাক্তার নাসির উদ্দীনকে প্রার্থিতা ঘোষণা করেন।

এ সময় ময়মনসিংহ মহানগর ইসলামি আন্দোলনের সভাপতি অধ্যাপক ডাক্তার মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জিএম রুহুল আমীন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |