ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় ৩ ছাত্রদল নেতা বহিষ্কার

আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০৮:৫৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাগুরায় ছাত্রদলের ৩ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকেও তাদের বহিষ্কারের কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নূর আমিন শিকদার সজীব। 

বহিষ্কৃত তিন নেতা হলেন—জেলার মহম্মদপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু আম্নান ইউসুফ ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাজিব এবং আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সর্দার শাকিল।

বিজ্ঞাপন

জানা যায়, মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামে একটি বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ জুন আকাশ নামে এক ছাত্রলীগ কর্মীকে পুলিশ আটক করে। গত বছর ৫ আগস্টের আগ পর্যন্ত তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে চলাফেরা করলেও এদিন মহম্মদপুর উপজেলা ছাত্রদলের অভিযুক্ত ছাত্রনেতারা পুলিশের গাড়ির সামনে আগুন ধরিয়ে আকাশকে ছাড়িয়ে নেন। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত ছাত্রদলের তিন নেতাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

এ বিষয়ে ছাত্রদল নেতা নূর আমিন শিকদার সজীব বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। এমনকি তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ওই তিনজনের বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |