ময়মনসিংহের ধোবাউড়ায় জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে ওজনে সোনা কম দেওয়ার প্রমাণ পেয়ে ১০ ব্যবসায়ীকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ধোবাউড়া বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন।
জানা যায়, ব্যবসায়ীরা সোনা পরিমাপের যন্ত্র কখনোই চেক করেন না, অভিযানে গিয়ে এমন সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। একই যন্ত্র দিয়ে তারা ২৫ থেকে ৩০ বছর ধরে সোনা ওজন করে বেচাকেনা করছেন। ওজন পরিমাপের যন্ত্রে সোনা পরিমাপে ভিন্নতা পাওয়া গেছে। এ ছাড়া এযন্ত্র ঠিক আছে কিনা তা প্রতিবছর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে সার্টিফাই করে আনতে হয়। এরপর বিএসটিআই স্টিকার দিয়ে দেয়। যন্ত্রগুলোতে কোনো স্টিকার পাওয়া যায়নি।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গ্রাম হিসেবে সোনা পরিমাপ করা উচিত। এটা না করে বাজারের সোনা ব্যবসায়ীরা সনাতন পদ্ধতিতে পরিমাপ করছেন। কোনো ব্যবসায়ী মূল্য তালিকাও প্রদর্শন করেননি। দোকানগুলোতে ক্যাশ মেমোও ঠিক ছিল না।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, একটি দোকানে গিয়ে দেখেছি, প্রতি ৫০ গ্রাম সোনায় ৮ পয়েন্ট করে কম দেওয়া হচ্ছে। এসব অপরাধে ১০ দোকানের মালিককে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় বিএসটিআই ময়মনসিংহের কর্মকর্তাসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
আরটিভি/এমকে/এস