বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঝরনা দেখতে গিয়ে পাহাড়ি ঢলে খালে তলিয়ে মেহরাব হোসাইন (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার ফাত্রাঝিরি ঝরনায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (১৮ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
নিখোঁজ হাফেজ মেহরাব হোসাইন (১৮) কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউপির ১ নম্বর ওয়ার্ড মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, মেহরাবের সঙ্গে প্রায় ১৮ জনের বন্ধু-বান্ধবের দল ফাত্রাঝিরি ঝরনায় যায়। ঝরনা দেখা শেষে ফেরার পথে হঠাৎ বৈরী আবহাওয়ায় পাহাড়ি ঢলে খালের পানির স্তর দ্রুত বেড়ে যায়। একপর্যায়ে বাঁশের কঞ্চি ভেঙে মেহরাব পানিতে পড়ে প্রবল স্রোতে মুহূর্তেই তলিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী ফাত্রাঝিরি ঝর্ণায় এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
আরটিভি/এমকে