যশোর শহরের দড়াটানা সংলগ্ন যশোর বুক ডিপোর দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানের ক্যাশবাক্সের তালা ভেঙে এক লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায় চোরচক্রটি।
বুধবার (১৮ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত।
এ বিষয়ে যশোরের ওই বুক ডিপোর পরিচালক পারভেজ হোসেন বলেন, আমার দোকানটি মুজিব সড়কের আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের নিচে অবস্থিত। আমি সেখানে বই বিক্রির পাশাপাশি বিকাশ লেনদেনের কাজ করি। দুপুরে জোহরের নামাজের সময় ক্যাশবাক্স তালা লাগিয়ে পাশের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী জুম্মানকে দোকান দেখতে বলে আমি মসজিদে যাই। নামাজ শেষে ফিরে এসে দেখি, ক্যাশবাক্সের তালা ভাঙা এবং টাকা উধাও। সেই সঙ্গে ওই ক্ষুদ্র ব্যবসায়ীকেও আর খুঁজে পাই না।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, চোরেরা কৌশলে দোকানে ঢোকার আগে ক্যামেরার মেইন সুইচ হাত দিয়ে বন্ধ করে দেয়। ফলে পুরো ঘটনার ভিডিও ধারণ হয়নি। কেবলমাত্র চোরের পায়ের অংশ ফুটেজে দেখা গেছে। পরে পুলিশ ক্ষুদ্র ব্যবসায়ী জুম্মানকে ডেকে জিজ্ঞাসাবাদ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা ওই দোকানের নিয়মিত আসা-যাওয়া করতেন এবং ভেতরের অবস্থা সম্পর্কে জানতেন।
তিনি আরও বলেন, ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং আশপাশের অন্যান্য সিসি ফুটেজ সংগ্রহ করে বাকি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরটিভি/এমকে/এস