নারায়ণগঞ্জের দেওভোগের হাকিম প্লাজা মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মার্কেটে আগুন লাগে বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া স্টেশনের ফায়ারম্যান আবদুল বাতেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দেওভোগ হাকিম প্লাজা মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
আরটিভি/এমকে/এস