জামায়াতের কর্মিসভায় ছাত্রলীগ নেতা, ছবি ভাইরাল

আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০১:৫৬ পিএম


জামায়াতের কর্মীসভায় ছাত্রলীগ নেতা, ছবি ভাইরাল
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মিসভায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন নেতার অংশগ্রহণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। কর্মিসভাটি অনুষ্ঠিত হয় ১২ জুন। তবে সভায় ওই ছাত্রলীগ নেতার উপস্থিতির ছবিটি মঙ্গলবার ভাইরাল হয়।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন।

জানা যায়, উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে বজ্রাপুর বাজারে কর্মিসভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সভায় অতিথিদের পাশেই উপস্থিত ছিলেন উল্লাপাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন। তিনি বজ্রাপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তার রাজনৈতিক পরিচিতি এবং অতীতে ছাত্রলীগের সঙ্গে সক্রিয় সম্পৃক্ততার কারণে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে জাকারিয়া হোসেন বলেন, আমার বাবা ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর রোকন এবং পল্টন থানার কর্মপরিষদের সদস্য। ঈদের সময় বাড়িতে এসে আমাকে ওই কর্মীসভায় নিয়ে যান। আমি ছাত্রলীগ করেছি ঠিকই, তবে বর্তমানে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই এবং কখনও শিবিরে যোগ দেইনি।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা সদস্য সচিব মেহেদী হাসান বলেন, একজন সাবেক ছাত্রলীগ নেতার জামায়াতের মঞ্চে দেখা যাওয়া রাজনৈতিক আদর্শ ও নৈতিকতার চরম বিপর্যয়। এ ধরনের রাজনৈতিক আচরণের তীব্র প্রতিবাদ জানাই।

বিজ্ঞাপন

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলি বলেন, জাকারিয়া জামায়াতে যোগ দিয়েছেন কি না সে বিষয়ে আমি কিছু জানেন না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকারের অনুমোদিত কমিটিতে জাকারিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। দীর্ঘদিন স্থানীয় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের সঙ্গেও ছিল ভালো সম্পর্ক। অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের সরকার পতনের পর থেকে তিনি জামায়াতপন্থীদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছেন।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission