ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

পতাকা বৈঠকে বাংলাদেশি কিশোরকে ফেরত দিলো বিএসএফ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০২:৩৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটকের পর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে আল আমিন হোসেন (১৬) এক বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাত ১০টায় সীমান্তের ২৮৪ নম্বর পিলারের স্টেশন পাড়া নামক এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরকে ফেরত দেয় বিএসএফ।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক। 

ফেরত আসা কিশোর আল আমিন হোসেন (১৬) হলেন হবিগঞ্জ জেলার সদর থানার কালিগাছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বলেন, গেলো ১৪ জুন সিলেটের জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই কিশোর। পরে ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট হয়ে (ভারত হিলি) সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় সীমান্তের পিলার ২৮৫/৫ এস থেকে আনুমানিক ১০ গজ ভারত অভ্যন্তরে দক্ষিণপাড়া ভারতীয় স্থান থেকে তাকে আটক করে বিএসএফ। 

তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশী নাগরিকে বিজিবির নিকট হস্তান্তর করে। আটককৃত কিশোরের বিরুদ্ধে অবৈধ সীমান্ত অতিক্রমের দায়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে বলেও জানান তিনি। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |