ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রামে করোনার টিকাদান শুরু, আনুষ্ঠানিক উদ্বোধন রোববার 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০৩:১২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে করোনার সংক্রমণ বাড়তে থাকায় টিকাদান কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) নগরীর সিটি করপোরেশনের পরিচালিত দুটি হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়। প্রথম ধাপে ষাটোর্ধ্ব ব্যক্তি ও প্রসূতিরা এই টিকা নিতে পারবেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন বলেন, আগামী রোববার আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের পরিচালিত হাসপাতালগুলোতে টিকাদান কার্যক্রম শুরু হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। তবে আজকে যারা আসছে তাদেরকে আমরা ফেরত দিচ্ছি না। যারা আসছে তাদেরকে টিকা দিচ্ছি। 

বিজ্ঞাপন

মঙ্গলবার নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

দুপুরে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টার ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ১০ জননের করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৮। এর মধ্যে একজনের মৃত্যু হয়। মোট আক্রান্তদের মধ্যে ১৮ জন পুরুষ, ১৯ জন নারী ও একজন শিশু।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |