ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রামে মিনিবাসের চাপায় তৃতীয় লিঙ্গের একজন নিহত

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০৩:৩৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় মিনিবাসের চাপায় কাজলী (৪৫) নামের এক হিজড়া নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন।

নিহত কাজলী কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ি এলাকায় বসবাস করতেন। 

বিজ্ঞাপন

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি মিনিবাস মহাসড়কের বার আউলিয়া এলাকা অতিক্রমকালে রাস্তা পার হওয়ার সময় হিজড়াকে মিনিবাস চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |