ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগেজে মিলল ১১ লাখ টাকার অবৈধ পণ্য

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০৫:২৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার বেশি মূল্যের বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও রং ফর্সাকারী নিষিদ্ধ নিক্রিম জব্দ করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টা এবং দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। 

এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সহায়তা করে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী ও বিমানবাহিনীর টাস্কফোর্স। এসময় বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী ও এনএসআইয়ের সহকারী পরিচালক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৬০ কার্টুন বিদেশি সিগারেট, ১০টি স্মার্টফোন এবং ১৪০টি ‘গৌরী’ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিম। এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১১ লাখ ২ হাজার টাকা।

যাদের কাছ থেকে পণ্য উদ্ধার করা হয়েছে তারা দুজনই চট্টগ্রামের বাসিন্দা। তাদের একজন হলেন ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ আবু নাসের এবং অন্যজন চাঁদগাঁও থানার মিন্টু দেবনাথ। দুজন দুটি পৃথক ফ্লাইটে করে দেশে ফেরেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহ হলে তাদের ব্যাগ তল্লাশি করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার করা পণ্যসমূহ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যাগেজ নীতিমালার অতিরিক্ত হওয়ায় এসব পণ্য জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |