চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের আয়োজনে ৪ দিনব্যাপী থিয়েটার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালায় চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের ২৫ জন শিক্ষার্থী অংশ নেন।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে নাট্য কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাট্যমঞ্চের উপদেষ্টা মো. সাইদুজ্জামান।
চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের সভাপতি নাজমুল হোসেন বাপ্পির সভাপতিত্বে সমাপনী দিনে আরও বক্তব্য রাখেন নাট্য কর্মশালায় মুখ্য প্রশিক্ষক চাঁসক নাট্যমঞ্চের উপদেষ্টা বিশিষ্ট নাট্যজন শরীফ চৌধুরী।
চাঁসক নাট্যমঞ্চের সাধারণ সম্পাদক ও কোর্স পরিচালক সিয়াম খানের সঞ্চালনায় প্রশিক্ষণার্থীর মাঝে অনুভূতি প্রকাশ করেন চৈতী শীল, মরিয়ম আক্তার মাহি, ত্রিতম ভৌমিক, আফসানা পাটোয়ারী, রাহুল মণ্ডল, চন্দ্রিমা দাস প্রমুখ।
৪ দিনব্যাপী এই নাট্য কর্মশালা মুখ্য প্রশিক্ষক ছিলেন চাঁসক নাট্যমঞ্চের উপদেষ্টা, নাট্যজন শরীফ চৌধুরী। এছাড়াও আরও প্রশিক্ষণ দেন নাট্যমঞ্চের উপদেষ্টা মো. সাইদুজ্জামান ও চাঁসক নাট্যমঞ্চের সভাপতি নাজমুল হোসেন বাপ্পি।
সবশেষে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
আরটিভি/এএএ