চাঁদপুরে সরকারি চাল উদ্ধার, গ্রাম পুলিশ আটক

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ১০:৫৪ পিএম


চাঁদপুরে সরকারি চাল উদ্ধার, গ্রাম পুলিশ আটক
ছবি: আরটিভি

চাঁদপুরের হাজীগঞ্জে গ্রামপুলিশ সদস্য স্বপন সাহার বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার ও তাকে আটক করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ওই গ্রাম পুলিশের বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে সংরক্ষণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে স্বপন সাহা স্থানীয় লোকজনের কাছে সরকারি চাল বিক্রি করছেন। বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন আজ সকালে তাঁর বসতঘরে গিয়ে সরকারি চালের বস্তা দেখতে পান। পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন ওই বাড়িতে গিয়ে স্বপন সাহার বসতঘরের ভেতরে ৫০ কেজি ওজনের ৯ বস্তা, ৩০ কেজি ওজনের ৫ বস্তা ও ১২টি খালি বস্তা দেখতে পান। এ সময় ছয় বস্তা চাল বিক্রি করার কথা স্বীকার করেন স্বপন।

অভিযুক্ত স্বপন সাহা বলেন, ভিজিএফের চালগুলো আমি মানুষের কাছ থেকে কিনে রেখেছি। এখন আবার বিক্রি করে দিচ্ছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, ঈদুল আজহা উপলক্ষে ২ হাজার ১২৮টি ভিজিএফের কার্ড আসে। ১৬৮ কার্ডে ১৫০ কেজি করে দেওয়ার কথা রয়েছে। যা ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য রশিদ ও গ্রামপুলিশ স্বপন সাহা বিতরণ করেন।

বিজ্ঞাপন

চেয়ারম্যান আরও বলেন, স্বপনের সঙ্গে কথা হলে তিনি জানান, আতপ চালের কারণে অনেকে খেতে চান না। তাই বিক্রি করে দিয়েছেন। আর বিক্রি করা চালগুলো তিনি কিনেছেন। এখন ইউএনওর নির্দেশে চালগুলো জব্দ করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে যেই জড়িত থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ইউএনও ইবনে আল জায়েদ হোসেন বলেন, চাল জব্দসহ অভিযুক্ত গ্রামপুলিশ সদস্য স্বপন সাহাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে কার কাছ থেকে চাল কিনেছেন, তার নাম বলতে পারেননি। কিন্তু কার কাছে চাল বিক্রি করেছেন, তা বলতে পারছেন। বিতরণের সময় কেউ কেউ চাল পাননি, এমন অভিযোগও রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এই ঘটনায় থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission