ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস উল্টে অন্তত ৯ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কেওয়াটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে বেড়াতে যাওয়া একটি হাইচ মাইক্রোবাসের পেছনের চাকা হঠাৎ ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িটিতে মোট ৯ জন যাত্রী ছিলেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।
আরটিভি/এএএ -টি