কুমিল্লার দেবিদ্বারে খেলতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে ওমর ফারুক (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পূর্ব আলিয়াবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন মো. আহাদ হোসেন (১১) নামের আরও এক শিশু।
নিহত ওমর ফারুক (১২) পূর্ব আলিয়াবাদ গ্রামের প্রবাসী মো. আল আমিনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় হিফজ পড়তো। অপরদিকে আহত আহাদ (১১) একই বাড়ির দুলাল মিয়ার ছেলে। বর্তমানে সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশু দুটি হালকা বৃষ্টির মধ্যে খেলা করছিল। হঠাৎ বাড়ি পাশে হেলে থাকা বড় একটি গাছ তাদের উপরে আঁচড়ে পড়লে এতে ঘটনাস্থলেই ওমর ফারুক নিহত হয় এবং আহত আহাদ হোসেনকে দ্রুত উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন, নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। কোনো প্রকার আইনগত ব্যবস্থা ও ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করেছে।
আরটিভি/এএএ