ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ৩টায় নলদিঘি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হারুন উর রশিদ উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা উপজেলা উলামা দলের আহ্বায়ক মো. আতিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন হারুন অর রশীদ। এতে তার বাম হাত পুড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে পৌছার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা উপজেলা ওলামা দলের সভাপতি আতিকুল ইসলাম জানান, হারুন অর রশীদ দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। তার মৃত্যুতে দল গভীরভাবে শোকাহত। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান পুলিশ সুপারের কার্যালয় মিটিংয়ে থাকায় ডিউটি অফিসার জহুরা আক্তার জানান, আমাদের কাছে বিস্তারিত তথ্য এখনো পৌঁছায়নি। নিহতর পরিবারের কাছ থেকে খোঁজখবর নিয়ে পরে জানানো হবে।
আরটিভি/এএএ