মানিকগঞ্জের সিঙ্গাইরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. বিল্লাল (২৯) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপারসহ বাসের চার যাত্রী।
শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাইর উপজেলার হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাশিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মো. বিল্লাল ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নোয়াপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে হেমায়েতপুরগামী শুকতারা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৭৭৪৬) ও মানিকগঞ্জগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ড ১২-১৫৫৪) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক বিল্লাল নিহত হন। এতে আহত হন ট্রাকের হেলপার রতন (৩০), বাসের যাত্রী প্রকাশ মণ্ডল (২৭), মিনার (৫৫), মাসুদ (২৫) ও আনোয়ার (২৬)। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরটিভি/এএএ