ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সিঙ্গাইরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ 

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০২:২৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

মানিকগঞ্জের সিঙ্গাইরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. বিল্লাল (২৯) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপারসহ বাসের চার যাত্রী। 

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাইর উপজেলার হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাশিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক মো. বিল্লাল ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নোয়াপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে হেমায়েতপুরগামী শুকতারা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৭৭৪৬) ও মানিকগঞ্জগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ড ১২-১৫৫৪) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক বিল্লাল নিহত হন। এতে আহত হন ট্রাকের হেলপার রতন (৩০), বাসের যাত্রী প্রকাশ মণ্ডল (২৭), মিনার (৫৫), মাসুদ (২৫) ও আনোয়ার (২৬)। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |