সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ-পাইলগাঁও সড়কে দুই ফোঁটা বৃষ্টিতেই হাঁটু পরিমাণ কাদা জমে যায়। সড়কটি দিয়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ গ্রামের মানুষ যাতায়াত করেন। কিন্তু বছরের পর বছর এই কাঁচা রাস্তাটি পড়ে আছে অবহেলায়।
মাত্র একবার বৃষ্টিতেই ২৩০০ মিটার দীর্ঘ সড়কটি রীতিমতো কাদার ভাগাড়ে পরিণত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী।
২০২৪-২৫ অর্থবছরে সড়কটির উন্নয়নে ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কাজ শুরু হয়ে ১৭ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু এখনও কাজের কোনো প্রস্তুতি চোখে পড়েনি। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, বৃষ্টির কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি।
অন্যদিকে সংশ্লিষ্ট প্রকৌশলী দাবি করেন, ঠিকাদারকে চিঠি দিয়ে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ঠিকাদার সময়মতো কাজ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় এক কলেজছাত্র বলেন, প্রতিদিন কাদা মাড়িয়ে কলেজে যেতে হয়। রাস্তায় পড়ে গিয়ে কাপড় নষ্ট হয়ে যায়। রিকশা তো দূরের কথা, হেঁটেই চলা কষ্টকর।
এলাকাবাসী জানান, অ্যাম্বুলেন্স চলাচল তো স্বপ্নের মতো। এমনকি কারও মৃত্যু হলে মরদেহ কাঁধে করে কাদা পেরিয়ে গোরস্থানে নিতে হয়। তারা বলেন, আমরা কেবল উন্নয়নের বরাদ্দ শুনি, কাজ চোখে দেখি না।
আরটিভি/এএএ/এস