ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

প্রবীণ দলীয় কর্মী ‘তাহের ঠাকুর’ এর পাশে দাঁড়ালেন তারেক রহমান

আরটিভি নিউজ 

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৪:২১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায়— পাবনার চাটমোহর উপজেলার আশিয়োর্ধ দলীয় কর্মী ‘আবু তাহের ঠাকুর’-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ একটি প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহর উপজেলার আফ্রাত পাড়ায় অবস্থিত আবু তাহের ঠাকুর-এর গ্রামের বাড়িতে যান তারা।

নিজের ছেলে রবিউল করিম গোলামকে নিয়ে কামার শালায় কাজ করা সেই আশিয়োর্ধ দলীয় কর্মী আবু তাহের ঠাকুরের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

এ সময় তৃণমূল বিএনপির এই ত্যাগী কর্মী ও তার পরিবারের শরীর-স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এছাড়া তারেক রহমান-এর পাঠানো উপহার সামগ্রী অসুস্থ আবু তাহের ঠাকুরের হাতে তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

এদিকে প্রতিনিধি দলে ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক সাইফ আলী খান, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি জামিল হোসেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও রুবেল আমিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, সাংগঠনিক সম্পাদক জিয়ারুল হক সিন্টু, চাটমোহর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সেলিম রেজা, মাহমুদ আলম মাহমুদ, জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ মিসবাহ, ছাত্রদলের সাবেক নেতা শাহরিয়ার আলম জর্জ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |