মাগুরার শ্রীপুরে বিভিন্ন সময়ে হওয়া ১৮টি মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল গ্রামের মাঠে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মুরসালিন রাব্বী ওরফে বাবু তারাউজিয়াল গ্রামের মৃত. আব্দুর রউফের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার গডফাদার হিসেবে পরিচিত এবং একাধিক মাদক মামলার পলাতক আসামি বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবিউল-২, এসআই সালাউদ্দিন, এসআই বরিউল-১ ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল ছদ্মবেশে মাঠে অভিযান চালিয়ে বাবুকে গ্রেপ্তার করে। তার দেহ তল্লাশির সময় মানিব্যাগে লুকিয়ে রাখা তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বাবু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ অভিযানে তাকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ১৮টি মাদক রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরটিভি/এএএ