ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

রাজবাড়ীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৬:০৯ পিএম


loading/img
ফাইল ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মনিরা বেগম ওরফে ছকিনা (৪২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. মিঠু শেখের বিরুদ্ধে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পাইককান্দি গ্রামের নিজ বাড়ি থেকে মনিরার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মনিরা বেগম একই গ্রামের মমিন শেখের মেয়ে। ২০০১ সালে আব্দুর রব মিয়ার ছেলে মিঠু শেখের সঙ্গে তার বিয়ে হয়।

বিজ্ঞাপন

নিহতের স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে মিঠু ও মনিরার দাম্পত্যকলহ চলছিল। মিঠুর বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগও করেন তারা। আজ সকালে মিঠুর পরিবারের সদস্যরা মনিরার লাশ দেখতে পান। গত বৃহস্পতিবার রাতে মনিরাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে তাদের ধারণা।

রাজবাড়ীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, সকালে মনিরার লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামী মিঠু শেখকে আটক করা হয়েছে। ঘটনায় যারাই জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

আরটিভি/এএএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |