চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় দেড় হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে অলংকার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা শিবিরের বাসিন্দা, ১০ নম্বর ব্লকের মৃত ফজল আহমদের ছেলে শাহ আলম (৪৫) ও একই ব্লকের মৃত দুলাইয়ের ছেলে দোস মোহাম্মদ (৩০)।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাবুল আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অলংকার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেড় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এএএ