ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৬

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ১০:১৫ পিএম


loading/img
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাস ও তিন চাকার যান মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে উপজেলার ইন্দারাপাড় কুরিয়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘনা ঘটে।

ফুলপুর থানার ওসি আবদুল হাদি জানান বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শ্যামলী বাংলা পরিবহনের বাসটি হালুয়াঘাট থেকে ঢাকায় যাচ্ছিল। আর মাহিন্দ্রাটি ফুলপুর থেকে হালুয়াঘাট যাচ্ছিল। বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর মাহিন্দ্রাটি রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ যাত্রী মারা যান। পাঁচজন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বিজ্ঞাপন

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান, মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |