ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি

আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ১০:১৩ এএম


loading/img
ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুরে খুচরা বাজারে মাত্র ১০ টাকা কেজি দরে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে। আর কৃষক বিক্রি করছেন মাত্র ৬-৭ টাকা কেজি দরে। সপ্তাহখানেক আগেও ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হয়েছে মরিচ।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) শহরের আধুনিক সবজি বাজার ও কাঁচামালের আড়তে গিয়ে এমনই চিত্র চোখে পড়ে।

সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে পরিচর্যা আর আবহাওয়া অনুকূল থাকায় কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছে। কিন্তু বাজারে ভালো দাম না পেয়ে হতাশ মরিচ চাষিরা। ফলন ভালো হলেও দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন মরিচ চাষিরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মরিচচাষি জোবায়ের রহমান জানান, প্রতি কেজি কাঁচামরিচের বর্তমান পাইকারি বাজার দর ৬ থেকে ৭ টাকা। অথচ খেত থেকে মরিচ উঠাতে প্রতি কেজিতে শ্রমিকের পারিশ্রমিক দিতে হচ্ছে ৭ থেকে ৮ টাকা। আর সেই মরিচ বাজারজাত করতে কেজিপ্রতি গুনতে হয় আরও ২ থেকে ৩ টাকা। এ হিসাবে প্রতিকেজি কাঁচা মরিচের দাম পাওয়া তো দূরের কথা বিক্রিতে ২ থেকে ৩ টাকা লোকসান গুনতে হচ্ছে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |