ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ 

শনিবার, ২১ জুন ২০২৫ , ০১:৩৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) সকাল ৯টার দিকে শহরের বাজারঘাটা এলাকার একটি ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ব্যবসায়ী জায়নাল (২৫) কক্সবাজার শহরের কাঁচা বাজারের সবজি ব্যবসায়ী।

বিজ্ঞাপন
আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল সকালেও তার কর্মচারীদের দোকানে পাঠান। ঠিক কিছুক্ষণ পর ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে এই ঘটনার পর দুই কর্মচারী পালাতক আছে বলে জানান নিহতের পরিবার। 

বিজ্ঞাপন

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |