ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২১ জুন ২০২৫ , ০২:৩২ পিএম


loading/img
ছবি: আরটিভি

টাঙ্গাইলের ঘাটাইলে হনুফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর হত্যার পর লুট করা হয়েছে শরীরে থাকা স্বর্ণালংকার। 

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার মানাজী শিকদার বাড়ি গ্রামে ঘটে এ ঘটনা। 

নিহত হনুফা ওই গ্রামের আব্দুল গফুরের স্ত্রী। 

বিজ্ঞাপন

নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হনুফা বেগম। শনিবার ভোরে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তার খোঁজ নিতে যান। এ সময় ঘরের দরজা ভেতর থেকে খোলা ছিল। পরে ঘরে গিয়ে বিছানায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। আনুমানিক তিন ভরি স্বর্ণ ছিল হনুফার গলায়। সেই স্বর্ণের চেইনটি পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে অহিত করলে পুলিশ তার লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া স্বর্ণালঙ্কার লুটের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

আরটিভি/এএএ

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |