ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ধামরাইয়ের কলেজ শিক্ষার্থী সাদ হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি আওয়ামী লীগের নেতা ও ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আবু সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জুন) রাতে আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবু সাঈদ ধামরাই উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের ছয়বাড়িয়া এলকার বাসিন্দা। তিনি ধামরাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ৯নং ওয়ার্ডের কয়েকবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর। সে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাদ হত্যা মামলার ১৯নং আসামি। তিনি সাভার এলাকায় আত্মগোপনে ছিলেন।
ধামরাই থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সাদের নানার দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামি। সে আওয়ামী লীগের নেতা ও সাবেক কাউন্সিলর। আবু সাঈদের নামে সাদ হত্যা মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন একজন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন পুলিশ। পরে তাকে ধামরাই থানায় নিয়ে আসা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরটিভি/এএএ/এস