চিরিরবন্দরে এনসিপির কমিটিতে যুবলীগ নেতা

আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ১২:২৬ এএম


চিরিরবন্দরে এনসিপির কমিটিতে যুবলীগ নেতা
যুবলীগ নেতা ওমর ফারুক। ছবি: সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক কমিটিতে স্থান পেয়েছেন যুবলীগ নেতা ওমর ফারুক চৌধুরী। তার অন্তর্ভুক্তি নিয়ে উপজেলায় রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল সমালোচনা।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চিরিরবন্দর উপজেলা প্রধান সমন্বয়ক সোহেল সাজ্জাদ।

জানা যায়, গত ১৫ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত ১৭ সদস্যের সমন্বয়ক কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন সোহেল সাজ্জাদ। সদস্য হিসেবে নবম স্থানে রয়েছেন ওমর ফারুক চৌধুরী। কমিটি গঠনের পর থেকেই ওমর ফারুক চৌধুরীকে নিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে স্থান পাওয়া ওমর ফারুক বর্তমানে ইসবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

এ দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা জিহাদ বলেন, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত, তারা কীভাবে এনসিপির মতো একটি স্বাধীন রাজনৈতিক প্ল্যাটফর্মে জায়গা পায়? এটি মেনে নেওয়ার মতো নয়। এমন পদক্ষেপ এনসিপির আদর্শের সঙ্গে একেবারেই সঙ্গতিপূর্ণ নয়।

এ বিষয়ে জানতে চাইলে ওমর ফারুক চৌধুরীর মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়ক সোহেল সাজ্জাদ বলেন, এনসিপির কমিটি গঠনের আগে ওমর ফারুক চৌধুরীর সঙ্গে কথা হয়েছে। তিনি বহু আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তারপর থেকে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কমিটি গঠনের পর জানা গেল তিনি বর্তমানে রাজনীতির সঙ্গে জড়িত। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানিয়ে দিয়েছি। খুব শিগগিরই তাকে কমিটি থেকে বাদ দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission