ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সাভারে গয়নার কারিগরকে গাছে বেঁধে হত্যা

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০৪:৪৫ এএম


loading/img
ছবি: সংগৃহীত

সাভারে আব্দুল মালেক (৩৫) নামে এক গয়নার কারিগরকে গাছের সঙ্গে বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) বিকেল সাভারের ভাকুর্তা ইউনিয়নের কান্দি ভাকুর্তা এলাকায় একটি পরিত্যক্ত স্থানে গাছের সঙ্গে বেঁধে তাকে হত্যা করা হয়। পরে তার মরদেহ বাঁধা অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত আব্দুল মালেক সাভারের কান্দি ভাকুর্তা এলাকার জজ মিয়ার ছেলে। তিনি উপজেলার ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেটের একটি দোকানে গয়না প্রস্তুত করতেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বের হন আব্দুল মালেক। পরে বিকেলে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আব্দুল মালেকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ভাকুর্তা ফাঁড়ির ইনচার্জ (এসআই) বিলায়েত হোসেন বলেন, গাছের সঙ্গে ঝুলছিল নিহতের মরদেহ। তবে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ছাড়াও সন্দেহভাজন একাধিক ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |