ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

রোববার, ২২ জুন ২০২৫ , ১১:০৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে হামলাকারী ছাত্রলীগ নেতা মোহাম্মদ রবিনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) গভীর রাতে পুলিশের এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। চান্দগাঁও থানার একটি মামলায় ওই দুজনকে শনিবার দুপুরে আদালতে তোলা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চান্দগাঁও থানার উপপরিদর্শক নুরুল হাকিম জানান, চান্দগাঁও থানা পুলিশ, ডিবি ও কর্ণফুলী থানা-পুলিশের সহায়তায় কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মোহাম্মদ রবিন (২৭) ও মো. সিরাজকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

রবিন বাকলিয়া থানার রাহাত্তারপুল বড় কবরস্থান এলাকার মৃত মো. দিলদারে ছেলে। এ ছাড়া সিরাজ কর্ণফুলী থানা এলাকার জোলদা রফিক চেয়ারম্যানের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার বিপক্ষে প্রকাশ্যে হামলা করেছিলেন বক্সিরহাট ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ রবিন। এ অভিযোগের ভিত্তিতে চাঁন্দগাও থানার মামলায় ওয়ারেন্টভুক্ত রবিনকে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তার সহযোগী মোহাম্মদ সিরাজকে কর্ণফুলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

পুলিশ আরও জানায়, রবিন চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে বহদ্দারহাট ও নিউমার্কেট এলাকায় চলাচলরত মাহিন্দ্র গাড়ি থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। তিনি মাহেন্দ্র গাড়ি কমিটির সহসভাপতি হিসেবে পরিচিত।

এ ব্যাপারে চাঁন্দগাও থানার ওসি আলতাফ হোসেন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে হামলাকারী ছাত্রলীগ নেতা রবিনসহ দুজনকে গ্রেপ্তার কররা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |