ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সীমান্তে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ২২ জুন ২০২৫ , ১১:২২ এএম


loading/img
ছবি: আরটিভি

সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা জব্দ করেছে বিজিবি। 

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ভারতীয় এসব অবৈধ পণ্য জব্দ করে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা। 

আরও পড়ুন

বিজিবি জানিয়েছে, টাস্কফোর্সের অভিযানে ৯ হাজার ৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ ও ৭০০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় এসব পণ্যের মূল্য ২৬ লাখ টাকা। অভিযানের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। ভারতীয় এসব অবৈধ পণ্য জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে। 

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় এসব পণ্য জব্দ করা হয়। পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |