ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

পটিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল চালকের

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

রোববার, ২২ জুন ২০২৫ , ১২:৪৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

চট্টগ্রামের পটিয়ার বৈলতলি বাইপাস সড়কে বাসের সঙ্গে মাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক মো. মোরশেদ (২৪) দোহাজারীর মো. মোস্তাকের ছেলে। দুর্ঘটনায় আহত হন বাসযাত্রী মো. রাকিব (১৯), আরিফুল ইসলাম (৩২) মো. আলিম (৫৫) ও সার্জেন্ট আকরাম হোসেন (৫০)।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে মাছবোঝাই ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে। ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যান। এসময় বাসের কয়েকজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।  

পটিয়া হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |