ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বরিশালে ৫ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম বাদ

আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০৫:৫৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা, তার মা ও ফুফার নামে করা পাঁচটি কলেজের নাম পরিবর্তন করেছে বরিশাল শিক্ষা বোর্ড। এ-সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

শিক্ষা বোর্ডের নোটিশের বরাতে জানা যায়, বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘কাউনিয়া সরকারি কলেজ’।

বিজ্ঞাপন

এ ছাড়া বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ‘দেশরত্ম শেখ হাসিনা মহাবিদ্যালয়ে’র পরিবর্তে ‘আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়’, আগৈলঝাড়া উপজেলা সদরের ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজে’র পরিবর্তে ‘আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ’ করা হয়েছে।

পাশাপাশি পিরোজপুরের নাজিরপুর উপজেলার ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ে’র পরিবর্তে ‘নাজিরপুর সরকারি মহিলা কলেজ’ এবং ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের পরিবর্তে ‘ভোলা সরকারি মহিলা কলেজ’ নামকরণ করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চেয়েছিল। তালিকা পাঠানোর পর তারা নাম পরিবর্তন করেছে। বিষয়টি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

এরই মধ্যে অনেকেই নাম পরিবর্তনের সাইনবোর্ড স্থাপন করেছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |