ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বুড়াগৌরাঙ্গ নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

স্টাফ রিপোর্টার (পটুয়াখালী), আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০২:৫৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ এলাকায় ট্রলার থেকে বুড়াগৌরাঙ্গ নদীতে পড়ে আল-আমিন (৩৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে চরমোন্তাজ মৎস্য কেন্দ্রের ঘাটে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ আল-আমিন জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের উত্তর চর বিশ্বাস গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার সিরাজ খানের ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, নিখোঁজ আল-আমিন গত ৫ দিন আগে উত্তর চরমোন্তাজ গ্রামের আসাদুল প্যাদারের মালিকানাধীন ‘এফবি আসাদুল’ ট্রলারে সমুদ্রে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে সোমবার সকাল ৯টার দিকে ট্রলারটি চরমোন্তাজ মৎস্য কেন্দ্রের ঘাটে পৌঁছায়। ঘাটে ভেড়ানোর সময় অসাবধানতাবশত ট্রলার থেকে নদীতে পড়ে যান জেলে আল-আমিন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। অন্যান্য জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি।  

প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, ট্রলারটি রশি দিয়ে ঘাটে বাঁধার জন্য নামতে গিয়ে পা পিছলে পন্টুনে পড়ে মাথায় আঘাত লাগে আল-আমিরেন। পরে ঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। ঘটনার পরপরই তাৎক্ষণিক জেলেরা উদ্ধার অভিযান শুরু করলেও তার কোনো খোঁজ মেলেনি। ঘটনার পর থেকে চরমোন্তাজ ঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে জেলেকে উদ্ধারের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন নিখোঁজ জেলের স্বজন, সহকর্মী ও স্থানীয় মানুষজন।

এ বিষয়ে রাঙ্গাবালী নৌ-পুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, নিখোঁজ জেলে আল-আমিনকে উদ্ধারের জন্য স্থানীয়ভাবে চেষ্টা চলছে। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছালে উদ্ধার অভিযান শুরু হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |