ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বরগুনায় ডেঙ্গু মোকাবিলায় হেল্প ডেস্ক চালু

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৬:২৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

ডেঙ্গু মোকাবিলায় বরগুনা জেনারেল হাসপাতালে চালু হয়েছে হেল্প ডেস্কেসহ স্বেচ্ছাসেবী কার্যক্রম। বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাগোনারীর সহযোগিতায় বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম আজ থেকে ২০ দিনব্যাপী কার্যক্রম শুরু করেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) সকাল ৯টায় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেনারেল হাসপাতালের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজাওনুর আলম। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরগুনা জেনারেল হাসপাতালের হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকাহ, জাগোনারী প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু ও সহসভাপতি মনির হোসেন কামাল।

বিজ্ঞাপন

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত আটটা পর্যন্ত দুই শিফটে ১০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। হাসপাতালের নিচতলার গেটে হেল্প ডেস্কে দুজন স্বেচ্ছাসেবক বসবেন। তারা রোগী ও তার স্বজনদের সঙ্গে কথা বলে সঠিক পরামর্শ ও সহযোগিতা করবেন। তিনজন স্বেচ্ছাসেবক ডেঙ্গু ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। তারা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার পরামর্শ দেবেন। স্বজনদের অযথা ভিড় সামলে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখবেন। 

এ ছাড়াও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পক্ষ লিফলেটসহ সচেতনতামূলক পথসভার আয়োজন করা হয়।

একই অনুষ্ঠানে স্টার্ট ফান্ডের সহযোগিতায় জাগোনারী ও এনএনএসের পক্ষ থেকে বরগুনা জেনারেল হাসপাতালে ২৫০টি মশারি প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |