ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

নোয়াখালীতে ইউনিয়ন যুবদলের সভাপতি গ্রেপ্তার 

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০৩:৩৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম রুবেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছে চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মপুর গ্রামে সাতের দীঘির দক্ষিণ পাড়ে সাতের বাড়ি থেকে হোসেন চৌধুরীর ছেলে জাহিদুল ইসলাম রুবেলকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে, বসত বিল্ডিংয়ের সানশেডের ওপর হইতে একটি দেশীয় লোহার তৈরি পিস্তল,  ৩০৩ রাইফেলের ৭ রাউন্ড গুলি, ৭ রাউন্ড ১২ বোর কার্তুজ, ১টি লোহার তৈরি পুরাতন চাপাতি দা উদ্ধার করা হয়। এ ঘটনায় চাটখিল থানায় মামলা দায়ের করা হয়েছে। জাহিদুল ইসলাম রুবেল রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে চাটখিল থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়। মামলা দায়েরের পর আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে। 

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |