ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মাত্র সাড়ে ৫ মাসেই কোরআন মুখস্থ করল শিশু সাইদুল 

কুমিল্লা উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০৫:৩১ পিএম


loading/img
ছবি: আরটিভি

কুমিল্লার মুরাদনগরে মাত্র সাড়ে ৫ মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে সাইদুল ইসলাম নামে ৮ বছরের এক শিশু। উপজেলার বাইড়া দারুল কোরআন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা থেকে কোরআন মুখস্থ করে ওই শিশু শিক্ষার্থী।

বিজ্ঞাপন

সাইদুল ইসলাম বাইড়া গ্রামের সবজি বিক্রেতা আক্কাস আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। 

হাফেজ অহিদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, হযরত মাওলানা আমজাদ হোসাইন, সাজ্জাদ হোসেন, হাফেজ সহিদুল ইসলাম প্রমুখ। 

বিজ্ঞাপন

মাদ্রাসার প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, সাইদুলের আন্তরিক প্রচেষ্টা শিক্ষকদের তত্ত্বাবধানে খুব কম সময়ে সে হিফজ সমাপ্ত করতে পেরেছে। মাত্র সাড়ে ৫ মাসেই এ শিক্ষার্থী পবিত্র কোরআন মুখস্থ করার গৌরব অর্জন করেন। তার এমন কৃতিত্বে অভিভাবক, শিক্ষক,সহপাঠী এবং এলাকাবাসী আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিশু হাফেজের পরিবার।

আরও পড়ুন

সাইদুলের বাবা আক্কাস আলী বলেন, ছোটবেলা থেকেই কোরআন হিফজের বিষয়ে সাইদুলের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। মাদ্রাসায় ভর্তির জন্য সে নিজেই প্রচেষ্টা করে। ২০২৪ সালের ৬ ডিসেম্বর তাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়। ২০২৫ সালের শুরুতে তাকে পবিত্র কোরআনের সবক দেওয়া হয়। সাড়ে পাঁচ মাসের মধ্যেই সে কোরআনে হাফেজ হয়ে ওঠে। দ্রুত সময়ে তার সফলতায় আমরা সবাই খুব খুশি। 

বিজ্ঞাপন

হাফেজ সাইদুল বলেন, আমি চেষ্টা করেছি, আল্লাহ সহায় ছিলেন বলেই মহাগ্রন্থ কোরআন আয়ত্ত করতে পেরেছি। ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এবং হাক্কানী আলেম হওয়ার জন্য সবার কাছে দোয়া চাই।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |