ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

পঞ্চগড়ে ২ চা কারখানাকে দুই লাখ টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ১১:০৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

পঞ্চগড়ে চা প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়ে দুই কারখানা মালিককে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও অভিযানে তিনটি কুরিয়ার সার্ভিস থেকে ৯০ বস্তা চা জব্দ করা হয়। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) চা বোর্ড পঞ্চগড়ের আঞ্চলিক কর্মকর্তা আমির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সোমবার বিকেলে মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ ও নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজের চা কারখানায় অভিযান পরিচালনা করেন বাংলাদেশ চা বোর্ডের উপ-সচিব ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবিনা ইয়াছমিন।

বিজ্ঞাপন

পরবর্তীতে সুন্দরবন, করতোয়া ও এ. জে. আর কুরিয়ার সার্ভিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯০টি চায়ের বস্তা জব্দ করেন। পরে চা বস্তাগুলোর মালিকের বৈধ কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য স্থানীয় কাস্টমস সুপারকে নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত। 

আরও পড়ুন

অভিযানে চা বোর্ডের পরিসংখ্যান কর্মকর্তা আফ্রিদা ইয়াসমিন, বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিনা আকতার , আঞ্চলিক কর্মকর্তা আরিফ খান, উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, কাস্টমসের সুপার মনিরুজ্জামান উপ-পরিচালক গোয়েন্দা সহ পঞ্চগড় সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে চা বোর্ড পঞ্চগড়ের আঞ্চলিক কর্মকর্তা আমির হোসেন জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা চেষ্টা করছি গুনগত মানের চা উৎপাদন যাতে ব্যহত না হয়। তবে চা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। 

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই কারখানার মালিককে জরিমানাসহ সতর্ক করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |