ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

এবার দিনাজপুরে করোনার হানা

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৯:২৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

দিনাজপুরে ফের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষায় দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. ফজলুর রহমান।

দিনাজপুরের সিভিল সার্জন আসিফ ফেরদৌস বলেন, দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি নিয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনাভাইরাস শনাক্তকরণ কীট পর্যাপ্ত রয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা জনগণকে আবারও মাস্ক পরা, হাত ধোয়া ও নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছি। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. ফজলুর রহমান বলেন, এর আগেও আমরা করোনা রোগীদের চিকিৎসা দিয়েছি। এখনও হাসপাতাল প্রস্তুত রয়েছে। 

তিনি আরও বলেন, আইসোলেশন বেড প্রস্তুত রাখা আছে। যদি কেউ বেশি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |