ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ছেলের বউকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন 

স্টাফ রিপোর্টার (ফরিদপুর), আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১০:১৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ফরিদপুরে ছেলের বউকে (২২) ধর্ষণের দায়ে গণি খাঁ (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া।

জানা যায়, দণ্ডপ্রাপ্ত গণি খাঁ নগরকান্দা উপজেলার গোয়াইলপোতা গ্রামের আমির খার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ওই গৃহবধূর পরিবার জানায়, স্বামী প্রবাসে থাকায় ২০১৯ সালের ২০ এপ্রিল ওই গৃহবধূ শ্বশুরের ধর্ষণের শিকার হন। একপর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে একই বছরের ২৮ জুন নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূর ভগ্নিপতি। মামলাটি তদন্ত করেন ফরিদপুরের নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম খান। তিনি তদন্ত শেষে ২০২০ সালের ২০ আগস্ট গনি খাঁকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন। 

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, এ ঘটনাটি পারিবারিক নিরাপত্তা  ও সামাজিক মর্যাদার জন্য হুমকি স্বরূপ। এ রায়টি একটি উদাহরণ হয়ে থাকবে। 

তিনি আরও বলেন, এ রায়ে প্রমাণ করে সমাজে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে কেউ রক্ষা পাবে না।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |