ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মেলার স্টলে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছিল আ.লীগ, অতঃপর...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১১:০৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে রাজিয়া সুলতানা সম্পা নামে এক মহিলালীগ নেত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিয়ালা কলোনী এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান।

জানা যায়, আটক রাজিয়া সুলতানা জেলা মহিলা লীগের সদস্য এবং তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য  ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের অনুসারী হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, গত ১০ মে থেকে ২২ জুন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়ামে চেম্বার অব কর্মাস কর্তৃক আয়োজিত বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। এতে বাচ্চাদের খেলনা বিক্রির জন্য স্টল বরাদ্দ নেয় মহিলা লীগ নেত্রী রাজিয়া সুলতানা সম্পা এবং কোন এক সময় সেই স্টলেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি। যা পরবর্তীতে ফেসবুকে পোস্ট করেন তিনি। 

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, বাণিজ্য মেলার স্টল বরাদ্দের দায়িত্বে ছিল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। তাই কাকে কীভাবে স্টল বরাদ্দ দিয়েছে সেটা তারাই বলতে পারবে। মহিলা লীগের কোনো নেত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে কেক কেটেছে কিনা তা আমার জানা নাই। এতো বড় বাণিজ্য মেলায় কে কোথায় কী করলো সেটি আমরা সব জানি না।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে প্রাথমিকভাবে ধারণা করছি, এটি মাসব্যাপী অনুষ্ঠিত বাণিজ্য মেলার স্টলে ধারণ করা। এই বিষয়ে আমরা বাণিজ্য মেলার আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো, তারা কিভাবে একজন মহিলা লীগ নেত্রীকে বাণিজ্য মেলার স্টল বরাদ্দ দিলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, মহিলা লীগ নেত্রীকে তার নিজ বাসভবন থেকে আটক করেছে পুলিশ। উর্ধ্বতন কর্তপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |