ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল মা-মেয়ের

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০১:১৫ পিএম


loading/img
মা ও মেয়ের মৃত্যুতে মাগুরা সদর হাসপাতালে স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

মাগুরার সদর উপজেলায় রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তার সাত মাস বয়সী কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) সকালে মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী।

বিজ্ঞাপন

জানা যায়, নিহত ওই নারীর নাম সেতু (৩০) এবং শিশুর নাম আনিশা। তার স্বামীর নাম আওয়াল মেল্যা।

স্থানীয় বাসিন্দারা জানান, নিজের বাড়িতে সকালে রাইস কুকারে ভাত রান্না করছিলেন সেতু। রাইস কুকারে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি। এ সময় তার কোলে থাকা ৭ মাস বয়সী শিশু আনিশাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। 

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ওমর ফারুক বলেন, মা ও মেয়েকে ইলেকট্রিক বার্ন হওয়ার পর হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি দুজনই মৃত্যুবরণ করেছেন। তাদের শরীরে একাধিক স্থানে পোড়া চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রাইস কুকার রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে তারা। 

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |