ঢাকাবৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

জুতায় ৮৭ লাখ টাকার সোনা নিয়ে ভারতে যাওয়ার পথে আটক যুবক

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০২:৪২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জুতার ভেতরে বিশেষ কায়দায় ৫টি সোনার বার লুকিয়ে ভারতে যাচ্ছিলেন ময়নাল মোল্লা (৩৫) নামে এক যুবক। কিন্তু, সীমান্তে তাকে আটকে দিলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবি জানায়, জব্দ করা সোনার ওজন ৫৮৫ দশমিক ৫৪ গ্রাম। যার দাম প্রায় ৮৭ লাখ টাকা। আটক ময়নাল মোল্লা ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। তার জুতার ভেতরে বিশেষভাবে লুকানো ছিল বারগুলো।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে তিনি বিজিবিকে জানান, ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে বারগুলো সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক ময়নালকে যশোর কোতয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক, অস্ত্র, স্বর্ণ, রুপি ও হুন্ডি পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এসএইচএম

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |