ঢাকারোববার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

ফেনী জেলা যুবদলের নতুন কমিটি 

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ১২:১৮ পিএম


loading/img
ফাইল ছবি

ফেনী জেলা যুবদলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কমিটিতে আছেন যারা, আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বেলাল হোসেন (ভিপি বেলাল), যুগ্ম আহ্বায়ক মো. আমজাদ হোসেন সুমন,  যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মামুন, সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত।

বিজ্ঞাপন

সদস্য হয়েছেন যারা- গিয়াস উদ্দিন খন্দকার, হাসানুজ্জামান শাহাদাত, খুরশিদ আলম হারুন, ফজলুল বারী মহসীন, শেখ মো. অহিদ উল্লাহ, জাফর দুলাল পাটোয়ারী, দাউদুল ইসলাম মিনার, আল ইমরান, হাফেজ সোহরাব, মায়ন পাটোয়ারী, লুৎফর রহমান রতন, এড. হুমায়ন কবির বাদল, ইসমাইল হোসেন রতন, আব্দুল কাইয়ুম সোহাগ, ইসমাইল হোসেন বাবুল, মো. বেলাল হোসাইন, দেলোয়ার হোসেন, এম ফখরুদ্দিন ভূঁইয়া, আহসান উদ্দিন সুমন, ফরিদ পাটোয়ারি, শামিম আনসারী, মো. হাসান আহমেদ, আসাদুর জামান চৌধুরী, মোজাম্মেল হোসেন আরিফ, নাসির উদ্দিন মানিক, মুন্সি এনামুল হক কামরুল, সিরাজুল ইসলাম টিপু, তোহিদুল ইসলাম আকাশ, মিজানুর রহমান রাসেল, রিয়াজুল করিম রিয়াদ, মো. এনামুল হক ভূঁইয়া, মো. ফারুক আহমেদ, টুটুল চন্দ্র নাথ, নাহিদুল ইসলাম রিপু, কামরুল হাসান সুজন, ফজলুল করিম লিটন, মো. আব্বাস পাটোয়ারী, সজিবুল ইসলাম পাটোয়ারী, নাসির উদ্দিন, মঈনুল হাসান পারভেজ, মওদুদ আহমেদ রনি, সাখাওয়াত হোসেন মামুন খান, শাহাদাত হোসেন টিপু, মো. রিয়াজ উদ্দিন, শারাফাত হোসেন চৌধুরী ও মো. মাসুদ রানা। 

জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত বলেন, দীর্ঘদিনের আন্দোলনে সক্রিয় কারানির্যাতিত ও সাবেক একঝাঁক ছাত্রদল নেতাদের সমন্বয়ে জেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছে। 

জেলা যুবদলের কমিটি অনুমোদন দেওয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |