মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রেমিকার ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে কাউসার (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (২৬ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর বাহেরচরে প্রবাসী লিটনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত কাউসার ওই এলাকার আব্দুল আলীমের ছেলে। যার সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল, তিনি আয়েশা বেগম (৩২) নামে এক গৃহবধূ। আয়েশার স্বামী লিটন একজন কুয়েত প্রবাসী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কাউছার ও আয়েশার মধ্যে পরকীয়া সম্পর্ক চলছিল। বৃহস্পতিবার ২টার দিকে কাউছার প্রেমিকার বাড়িতে যান। এ সময় কাউছার তাকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয়। আয়েশা রাজি না হলে, কাউছার ক্ষিপ্ত হয়ে ঘরের একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আয়েশা বেগমকে জিজ্ঞাসাবাদে পরকীয়া সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমিকার অনাস্থা ও প্রত্যাখ্যানেই কাউছার আত্মহননের পথ বেছে নিয়েছে। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে শেখরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক খোকন বলেন, দুজনের সম্পর্কের বিষয়টি এলাকায় আলোচনায় ছিল। প্রেমিক কাউছার হয়তো প্রেমিকার অস্বীকৃতিতে ক্ষোভে আত্মঘাতী হয়েছেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
আরটিভি/এমএ/এআর