ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

পার্বত্য চট্টগ্রামের বনে ঘুরছে চিতাবাঘ, বন্যপ্রাণী বিশেষজ্ঞের উচ্ছ্বাস

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০৪:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনে চিতা বাঘের (লেপার্ড) দেখা মিলেছে। বিষয়টি নিশ্চিত হয়েছে বন্যপ্রাণী গবেষণাবিষয়ক সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ)।

বিজ্ঞাপন

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠনটি বুধবার (২৬ জুন) একটি চিতা বাঘের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে প্রকাশ করে।

তারা জানিয়েছে, সংস্থাটির বসানো ক্যামেরায় ধরা পড়েছে ল্যাপার্ড বা চিতা বাঘের চলাফেরার ছবি। পার্বত্য চট্টগ্রামের একটি দুর্গম সংরক্ষিত বনে চিতা বাঘটির দেখা গেছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির কর্মকর্তারা।

বিজ্ঞাপন

1750927106807-20250626144757

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সিসিএ-র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সিজার বলেন, আগেও পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনে চিতা বাঘের দেখা মিলেছে। আমরা ১০ বছরের বেশি সময় ধরে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী নিয়ে পার্বত্য জেলাগুলোর সংরক্ষিত বনে কাজ করছি। আগেও এসব বনে বাঘ ছিল। আমরা ২০১৫ সালেও চিতা বাঘ দেখেছি। আমাদের কাছে ছবিও ছিল। তবে ২০২৫ সালে পাওয়া ছবিটি পরিষ্কার এবং আকর্ষণীয়। আমরা আমাদের ফেসবুকে দেওয়ার পর ছবিটি ভাইরাল হয়েছে। দেশজুড়ে জানাজানি হয়েছে।

তিনি বলেন, আমরা বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছি। পার্বত্য অঞ্চলের সংরক্ষিত বনে ভালুকও পেয়েছি। চিতা বাঘের ছবিটি জুন মাসের ক্যামেরায় ধরা পড়ে। এক মাস আগে থেকে এ ক্যামেরা সেখানে ট্র্যাপ করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিষয়টি নিশ্চিত হওয়া গেলো যে পার্বত্য চট্টগ্রামের বনে চিতা বাঘ এখনো আছে। বন্যপ্রাণীর সঠিক ঠিকানা যেন শিকারিরা না পান, সেজন্যে এলাকার নাম প্রকাশ করছি না।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |